বিএনপির শীর্ষ নেতাদের অবৈধ সম্পদের খোঁজে দুদক

আলোকিত প্রতিবেদক : বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের লেনদেনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুদকের উপ-পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত চিঠিগুলো আট ব্যাংকের এমডি বরাবর পাঠানো হয়।

সন্দেহভাজনরা হলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, হাবিব-উন-নবী খান সোহেল, তাবিথ আউয়াল, ফয়সাল মোর্শেদ খান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।

চিঠিপ্রাপ্ত ব্যাংকগুলো হল স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, ডাচ-বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি, এবি, ঢাকা ও এশিয়া।

চিঠিতে বলা হয়, ওই ১০ জনের বিরুদ্ধে গত এক মাসের ব্যবধানে মানিলন্ডারিং ও সন্দেহজনকভাবে ১২৫ কোটি টাকা উত্তোলন এবং দেশ-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আরও খবর