গাজীপুরে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি বাড়ছে
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সভায় জানানো হয়, গাজীপুরের ২৬টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কাজ চলছে। ছোটখাট বিবাদ গ্রাম আদালতেই মীমাংসা করা যায়।
জেলা প্রশাসক জানান, গাজীপুরে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৫৭৪টি মামলা গ্রাম আদালতে নিষ্পত্তি হয়েছে। চলমান আছে ১২২টি মামলা। নিষ্পত্তির হার ৮২ শতাংশ।
এ ছাড়া ওই সময়ে দেওয়ানি ও ফৌজদারি মামলায় ২৩ লাখ ২০ হাজার ৭৫০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতে ৭৫ হাজার টাকা মূল্যমান পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা যায়। দেওয়ানি মামলার ফি ২০ টাকা ও ফৌজদারি মামলার ফি ১০ টাকা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের স্পেশালিস্ট অর্পণা ঘোষ, জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান প্রমুখ।