গাজীপুরে আবারও আচরণবিধি লঙ্ঘন করলেন জাহাঙ্গীর!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আবারও আচরণবিধি লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার তিনি মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় জাহাঙ্গীর আলমের সাথে কয়েক শত নেতা-কর্মী ও সমর্থক মিছিল নিয়ে অডিটরিয়ামের সামনে আসেন।

দুপুর একটার দিকে মনোনয়নপত্র নিয়ে ভেতরে প্রবেশ করলে অন্তত ৩০ জন নেতা-কর্মী তার সাথে যান।

উল্লেখযোগ্যরা হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আবদুর রউফ নয়ন, আবদুল হাদী শামীম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল, মাসুম বিল্লাহ বিপ্লব প্রমুখ।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকসহ সর্বোচ্চ পাঁচজন থাকতে পারেন।

এদিকে মিছিল ও শোডাউনের কারণে নগরীর ব্যস্ততম সড়ক রাজবাড়ি রোডসহ প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফলে নারী ও শিশুসহ জনসাধারণ ভোগান্তির মুখে পড়েন। অসুস্থ লোকজন পায়ে হেঁটে হাসপাতালে আসা-যাওয়া করেন।

জানতে চাইলে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল আলোকিত নিউজকে বলেন, আমি ডিসি ও এসপি সাহেবের সাথে কথা বলেছি। হয়তো কৌতূহলবশত অনেকে এসেছে।

তিনি আরও বলেন, আমি বলব না যে আমরা ১০০ ভাগ সার্থক। সবাই সহযোগিতা না করলে নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না।

আরও খবর