সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বোমা হামলা
ডেস্ক নিউজ : সিরিয়ার বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একযোগে বোমা হামলা চালিয়েছে।
শনিবার সকালে দেশটির দুমা শহরে বাশার আল-আসাদের বাহিনীর রাসায়নিক হামলার জবাবে এ হামলার দাবি করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর জানায়, রাসায়নিক অস্ত্রের গবেষণাগার ও দুটি অস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।
সিরিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, দেশটির সরকারি বাহিনী এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যভ্রষ্ট করেছে।
এ ঘটনায় সিরিয়ার মিত্র দেশ রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে বলেছে, এ ধরনের আক্রমণের প্রতিক্রিয়া অবশ্যই পাওয়া যাবে।