গাজীপুর জেলা প্রশাসনের অব্যবস্থাপনায় সাংবাদিকদের অসন্তোষ

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

জেলা প্রশাসনের আমন্ত্রণ পেয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা সভায় উপস্থিত হন।

সভার শুরুতে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সঞ্চালনায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। সভা শেষে প্রেস ব্রিফিং করা হবে। তখন ফুটেজ নিবেন।

এরপর সাংবাদিকরা বের হয়ে যান। তারা দীর্ঘ সময় বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসেন।

এ সময় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি নাসির আহমেদ, ডিবিসির মাহমুদা সিকদার ও বিডিনিউজের আবুল হোসেনসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, আমাদের আগেই জানানো উচিত ছিল যে দুপুরে প্রেস ব্রিফিং হবে। সকালের কথা বলে এভাবে বের করে দেওয়া ঠিক হয়নি।

দৈনিক যোগফলের সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল বলেন, সচিবালয়ে সাংবাদিকদের অপেক্ষার জন্য ওয়েটিং রুম আছে। এখানে ব্যবস্থা নেই। দুপুরের কথা বললেই ভাল হত।

আরও খবর