শ্রীপুরের ইউনিল্যান্স টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকার ইউনিল্যান্স টেক্সটাইল কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার সকাল থেকে তিন মাসের বকেয়া বেতন ও দুই মাসের ওভারটাইম পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ করেন।
এ ছাড়া সার্ভিস বেনিফিট না দেওয়া, বেতন থেকে টাকা কেটে রাখা ও হিসাব তালিকায় উৎপাদিত পণ্যের সংখ্যা কম উল্লেখ করার কারণেও অসন্তোষ দেখা দেয়।
শ্রমিক মনোয়ারা জানান, তিনি গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। কর্তৃপক্ষ কয়েকবার সময় নিয়েও কথা রাখছে না।
সুইং শাখার কাঞ্চন জানান, তিনি আট বছর চাকরি করেছেন। গত ১৫ জানুয়ারি কোন কারণ ছাড়াই জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে বের করে দেওয়া হয়।
তিনি আরও জানান, প্রতিবাদ করলে বা ন্যায্য পাওনা দাবি করলে মিথ্যা মামলা ও এলাকার মাস্তান দিয়ে মারপিট করার হুমকি দেওয়া হয়।
শ্রমিকরা জানান, যাদের চাকরির বয়স বেশি, তাদের বেতন-ভাতাও বেশি। নতুনদের বেতন-ভাতা কম। তাই কৌশলে তাদের বিতাড়িত করা হচ্ছে।
সুইং শাখার অপারেটর রিপন শেখ জানান, তিনি ও তার স্ত্রী পাঁচ বছরের বেশি সময় চাকরি করেছেন। ছয় মাস আগে কোন কারণ ছাড়াই জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যেতে বলা হয়। শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হয়নি।
গর্ভকালীন ছুটিতে থাকা সুইং অপারেটর রহিমা খাতুন জানান, তিনি আট বছর ধরে চাকরি করছেন। মাতৃত্বকালীন আগে ও পরে ৮০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা। কিন্তু তা দেওয়া হয় না।
কারখানার ভাইস প্রেসিডেন্ট সোহেল রানা বলেন, ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে না। টাকা পেলে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।