মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘হৃদয় গহিনের ভালবাসা’
হৃদয় গহিনের ভালবাসা
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
আমি এক দিন দশানী নদীর তীরে
বসেছিলাম পড়ন্ত বিকালে
নদীর পাড়ে অপরূপ সাজে
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে।
নদীর জলে ছুঁয়ে আসা পবন
আমার বুক জড়িয়ে যায়
শীতল করে মন।
আমি চেয়ে দেখি দশানী নদীর বুকে
উড়ে যাওয়া গাঙচিলের দিকে।
আমার হৃদয় শুষ্ক পিপাসায়
ছুটে যায় নদীর জলের কিনারায়।
হাঁটুজলে নেমে পানি দেই চোখে-মুখে
মন চায় সেই জলে গা ভিজাতে।
নদীর চরে ঝিক ঝিক করে বালি
খালি পায়ে হাঁটে রাখাল গরু নিয়ে।
আমি বসে ভাবি নদীর তীরে
এক দিন তোমায় ছেড়ে যাব বহুদূরে।
গাঁয়ের মেয়ে শাড়ি পরে
কলসি কাঁধে যায় জল নিতে।
আমার ভাবনায় স্বপ্ন জাগে
নদীর তীরে থাকব বসে
এক দিন সে বলবে হেসে
আমি তোমায় ভালবাসি হৃদয় গহিনে।