গাজীপুরে আইনগত সহায়তা দিবস পালিত
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শোভাযাত্রা ও জজকোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া, ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, বারের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি হারিছ উদ্দিন আহম্মদ, অ্যাডভোকেট হারুন অর রশীদ পাভেল, ব্র্যাকের ব্যবস্থাপক এনামুল হক, বাড়ীয়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর প্রমুখ।
সভায় সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ইসরাত জাহান কনক।
জেলা জজ তার বক্তব্যে বলেন, আইনগত সহায়তা দিবসের মূল লক্ষ্য প্রচার। আগে গাজীপুরে লিগ্যাল এইডের অবস্থা স্থবির ছিল। এখন অসহায় মানুষ সেবা পাচ্ছে।