মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘এক মুঠো ভাত’
এক মুঠো ভাত
-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
আমি নিঃস্ব
আমি ভূমিহীন
আমার ঘরের চালায় নেই টিন
আমি থাকি ছনের ঘরে।
আমি শ্রমিক
আমি মজুর
আমি কামলা
আমার ব্যথা কেউ বুঝে না।
আমার হাতে হয় সৃষ্টি
আমি পাই না এক মুষ্টি।
আমি সবার পাশে থাকি
ধনীরা সব দেয় ফাঁকি।
আমার দেহের ঘামের পানি
মাথা হতে পায়ে ঝরে
সেই কাজের সঠিক মূল্য
দেওয়া হয় না সময় করে।
এই পানিতে বিশ্ব নড়ে
ধনীরা সব বিলাস গড়ে।
ছিঁড়লে তোমার জুতার ফিতা
আমার কাছে ছুটে চল
তবুও আমায় মুচি বল।
মাঠে যখন কাজ করাবে
আমার কাছে ছুটে চল
তবুও আমায় কামলা বল।
কারখানায় কাজ করালে
আমার নিকট ছুটে চল
তবুও আমায় মজুর বল।
তোমার হয়তো কলমে কাজ
আমার কাজ হাতে
তোমায় সবাই সাহেব ডাকে
আমায় ডাকে শ্রমিক বলে।
আমি তো আমার শ্রম দেই
এক মুঠো ভাত পেতে
সোনার বাংলার সোনার ফসল
অর্থকড়ি গড়তে।