গাজীপুরে হাসান সরকারের ইশতেহারে ‘মানসম্মত সেবা’
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার নগরীর টঙ্গী এলাকায় নিজ বাসভবনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
হাসান সরকার বলেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। মানসম্মত সেবা নিশ্চিত করতে জনগণের ব্যাপক অংশগ্রহণমূলক সিটি করপোরেশন গড়তে চাই।
তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিটি কার্যালয়ে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে আনার ব্যবস্থা করব।
ইশতেহারে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্নীতিমুক্ত কার্যক্রম, গার্মেন্টস শ্রমিকদের স্বল্পমূল্যে আবাসন, আধুনিক প্রেসক্লাব ও বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।