গাজীপুরে ১৫ মে ভোট সম্ভব নয় : সিইসি
আলোকিত প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্ভব নয়।
তিনি বলেন, যদি আজও আদালত নির্দেশ দিতেন, তাহলেও ১৫ মে ভোট গ্রহণ সম্ভব ছিল। কারণ ভোট গ্রহণের আগে কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং প্রায় ১২ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন।
সিইসি আরও বলেন, আদালত যদি বৃহস্পতিবার আদেশ দেন, তবে আদালতের নির্দেশ মেনে ভোট গ্রহণ আমাদের করতেই হবে।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান, খন্দকার ইয়াসির আরেফীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান প্রমুখ।