মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘ইজ্জত’

ইজ্জত

-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি

হাঁটাহাটি করে যখন রাস্তায় ঘুরি
রাস্তার পাশে তরুণরা খায় যে বিড়ি
আমায় দেখে বলছে তারা
চাচা এখন হইছে বুড়া।
পাকা চুলে চাচার মাথা যাচ্ছে ভরে
এই কথা বলে তারা সবে ঠাট্টা করে।

ইজ্জত-সম্মান নেই আজ সমাজে
অবক্ষয়-অবহেলা করছে তাড়া।
আজ বয়স বেড়ে হলাম বড়ো

তরুণরা আমায় দেখে খেলছে ভ্ররু।
তরুণীরা রাস্তায় চলে ওড়না ফেলে
লজ্জা-শরম ভুলে
ইজ্জত-সম্মান সব দিয়েছে
নদীর জলে ফেলে।
আজি প্রবীণ হল বেইজ্জত
তরুণ-তরুণীর মাঝে।
তরুণরা সব এসো ফিরে
প্রবীণদের পাশে
তারাই তোমাদের দেখাবে পথ
ইজ্জত পাবে শেষে।

আরও খবর