‘বঙ্গবন্ধু-১’ গন্তব্যে যাবে ৮ দিনে

আলোকিত ডেস্ক : বহুল প্রত্যাশিত দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে।

শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক এম জাকির হোসেন খান জানান, ফ্যালকন-৯ রকেটটির ওজন ৩.৫ মেট্রিক টন। মহাকাশের স্লটে যেতে সময় লাগবে আট দিন।

গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন

এই স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। যার ২০টি দেশে ব্যবহারের জন্য রাখা হবে।

বাকি ২০টি অন্য দেশে ভাড়া দেওয়া হবে। একটি ট্রান্সপন্ডার দুই ধরনের ডিভাইসের সমন্বয়।

স্যাটেলাইটটি গাজীপুর সদরের তেলিপাড়া এলাকার গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে নিয়ন্ত্রিত হবে।

আরও খবর