সংখ্যালঘুদের জমি দখলে এমপি-মন্ত্রীর নাম!
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় দুর্বল ও সংখ্যালঘুদের জমি দখলে এমপি-মন্ত্রী জড়িত বলে অভিযোগ উঠেছে।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকালে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও হামলার বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির ঘটনায় স্থানীয় সাংসদ দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলামসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ঠাকুরগাঁওয়ের ঘটনায় সাংসদ দবিরুল ইসলাম সরাসরি জড়িত। ফরিদপুরে এ ধরনের ঘটনায় একজন মন্ত্রীর নামও এসেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, পিরোজপুরে সাংসদ এ কে এম এ আউয়াল সংখ্যালঘুদের নির্যাতন করছেন। দিনাজপুরের পার্বতীপুরে ক্ষত্রিয় সম্প্রদায়ের ৫৫টি পরিবারের ওপর অত্যাচার ও নির্যাতন হচ্ছে। এর সঙ্গে সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার সরাসরি জড়িত।