খুলনায় জনগণের চোখে ধুলা দেওয়া হয়েছে : ফখরুল

আলোকিত প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনী থাকলে খুলনার নির্বাচনে এই দশা হত না। জয়-পরাজয় আলাদা।

তিনি বলেন, এজেন্টদের বের করে নির্বাচন হতে পারে না। জনগণের চোখে ধুলা দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, মনে হয়েছে সিইসি বিএনপির প্রতিপক্ষ হিসেবে কাজ করছেন। সরকার পাঁচ বছরে কিছু নির্বাচন ছাড়া সব নিয়ন্ত্রণ করেছে।

তিনি আরও বলেন, খুলনা আসনে নজরুল ইসলাম মঞ্জু বারবার নির্বাচিত হয়েছেন। শুধু নির্বাচন কমিশনের ব্যর্থতা ও পুলিশি হামলার কারণে আজ বিএনপি দাঁড়াতে পারেনি।

মঙ্গলবার রাতে ভোট পর্যবেক্ষণ শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

আরও খবর