চন্দ্রার ৪ লেনের কাজ জুনে শেষ : গাজীপুরে সড়কমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে সব ধরনের ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলা নিষেধ।

তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধ বহনকারী যানবাহন এ নির্দেশনার বাইরে থাকবে।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সূত্রাপুর এলাকায় সাসেক প্রজেক্টের কার্যালয়ে যানজট নিরসনে করণীয় বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়।

তিনি বলেন, রাস্তার সব মেরামতের কাজ শেষ করে সচল রাখার দায়িত্ব প্রকৌশলীদের দেওয়া হয়েছে। চন্দ্রার চার লেনের কাজও ৮ জুনের মধ্যে শেষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক মো. ইসহাক, সওজের বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান প্রমুখ।

আরও খবর