শ্রীপুরে দুই একর বনভূমি দখলে হা-মীম গ্রুপের পাঁয়তারা
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে হা-মীম গ্রুপের বিরুদ্ধে দুই একর বনভূমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার নয়নপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হা-মীম ডেনিম অবস্থিত। কারখানাটি নতুন করে কাঁটাতারের বেড়া দিয়ে বনভূমি দখলের চেষ্টা চালায়।
খবর পেয়ে বন কর্মকর্তারা বেড়ার কিছু অংশ কেটে ভেতরে বন বিভাগের সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপরও দখলের আশঙ্কা কাটছে না।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন আলোকিত নিউজকে জানান, হা-মীম গ্রুপ ধনুয়া মৌজার সিএস ১৯৫৯ ও ১৮৭৮ নং দাগের চার একর ৮০ শতাংশ বনভূমি আরও আগে দখল করেছে। এ নিয়ে ২০০৭ সালে আদালতে উচ্ছেদ মামলা করা হয়।
পরে আদালত জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও কারখানার লোকজন স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন।
তিনি আরও জানান, হা-মীম গ্রুপ কিছুদিন ধরে মাটি ভরাট করে দুই একর বনভূমি দখলের চেষ্টা চালায়। জমির শ্রেণি পরিবর্তন ও দখল চেষ্টার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে হা-মীম ডেনিমের নির্বাহী পরিচালক আবদুল ওয়াদুদ দাবি করেন, সেখানে আগে থেকেই কাঁটাতারের বেড়া ছিল। বন বিভাগের অভিযোগ সঠিক নয়।