গাজীপুরে ফরেস্টার-রেঞ্জারের মদদে গ্রীন স্টোরেজের বন উজাড়!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে গজারি গাছ কেটে ও আগুন দিয়ে পুড়িয়ে বন উজাড় করে পার পেয়ে যাচ্ছে গ্রীন কোল্ড স্টোরেজ।
জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের গজারিয়া পাড়ার মর্দপাড়া এলাকায় কারখানাটি অবস্থিত।
স্থানীয় বন কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এ অপতৎপরতা চললেও দেখার যেন কেউ নেই।
ঘটনাটি নিয়ে গত ৯ মে আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপরও বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনসহ সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করছেন।
এর আগে ঘটনাটি বিট কর্মকর্তাকে একাধিকবার জানালেও তিনি কারখানার মালিককে নোটিশ দিয়েই দায়িত্ব সারেন।
রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম বাণিজ্য ধরে রাখতে কৌশলে সব নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে।
যেভাবে বন উজাড় :
আলোচিত গ্রীন গোল্ড কোল্ড স্টোরেজের তিন দিক দিয়ে সংরক্ষিত বনভূমি। কারখানার মালিক খন্দকার শাহজাহান।
কারখানার সামনের দিক দিয়ে প্রায় আধা বিঘা বনভূমি দখল করে ভারী যানবাহন চলাচলের রাস্তা করা হয়েছে। এরই মধ্যে গাছ কেটে সম্প্রসারণ করা হয় প্রস্থ।
রাস্তাটি আধা পাকা করতে বালু এনে স্তূপ করে রাখা হয়েছে। পূর্ব পাশে ক্রমান্বয়ে মরে যাচ্ছে গাছ। পশ্চিম পাশের ড্রেনও বন দিয়ে করা হয়েছে।
কারখানার দক্ষিণ অংশে গুলিস্তা বোর্ডমিল। মিল ঘেঁষে পূর্ব পাশে গাছ কাটা হচ্ছে। সম্প্রতি ২০টি গাছের মোথা লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, কারখানার লোকজন গাছ কেটে আগুন দিয়ে মোথা পুড়িয়ে দিচ্ছেন। দখলের উদ্দেশে এসব করা হচ্ছে।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেমের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি কারখানাটির নামই না জানার ভান করেন।
বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, গাছ তো পুরনো কাটা। ডিএফও সাহেব বিষয়গুলো আগেই জানেন। কী ব্যবস্থা নেওয়া যায়, চিন্তা করছি।