গাজীপুরে ১৯ পতিতা ও খদ্দেরকে কারাদণ্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের পাঁচটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাদকসহ ১৯ পতিতা ও খদ্দেরকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে সোমবার এনডিসি বি এম কুদরত-এ-খুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন মাধবী, রাসেল মিয়া ও জুবের আলম অভিযান পরিচালনা করেন।
হোটেলগুলো হল মহানগরীর বোর্ডবাজার এলাকার ময়নামতি, টঙ্গীর কাজী মার্কেটের মুন স্টার, জলিল মার্কেটের অনামিকা, বন্ধু ও সানমুন।
আটককৃতদের মধ্যে ১৩ জন খদ্দের ও ছয়জন পতিতা।
তাদের ১৭ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও গাঁজা সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন আদালত।