শ্রীপুরে সরকারের উন্নয়ন বিষয়ে প্রেস ব্রিফিং

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ১০টি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

এগুলো হল একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা রাহাত হাসনাতের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন, কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মুয়িদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।

ইউএনও জানান, চলতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চার লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া আটটি ইউনিয়নের আটটি স্কুলে ১৫ হাজার টিফিন বক্স ও নয় হাজার স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আরও খবর