শ্রীপুরে প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তির মন্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশবের ছবিতে কটূক্তির মন্তব্য ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ব্যক্তি গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া এলাকার হাছেন আলীর ছেলে আবদুল মালেক।

তিনি মাইটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশের শ্রীপুর প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

আগে দৈনিক দিনকাল ও আমার দেশ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ মে রাত সাড়ে ১২টার দিকে হৃদয়ে বাংলাদেশ নামের আইডি থেকে প্রধানমন্ত্রীর শৈশবের একটি ছবি পোস্ট করে ‘ইনি কে হতে পারেন’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়।

পরে পোস্টের নিচে মালেক তাকে ‘সারা বিশ্বের শ্রেষ্ঠ ডায়নী’ বলে মন্তব্য করেন।

উপজেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী আনোয়ার হোসেন মন্তব্য করেন, প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মালেক এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে! প্রশাসন তুমি কার?

শারফুল ইসলাম শিমুল মন্তব্য করেন, যেখানে প্রধানমন্ত্রী সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত, তাকে নিয়ে নিজের দেশে এমন কমেন্টস মেনে নেওয়া যায় না।

সায়েম সিকদার মন্তব্য করেন, এখন বেকায়দায় পড়ে জিডি করলেই সমাধান হয়ে যাবে!

এ ছাড়া আশিক বিন ইদ্রিস, হালিম পালোয়ান ও হাফিজুর রহমানসহ বিভিন্নজন ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে আবদুল মালেক বলেন, তার আইডি হ্যাক করে কে বা কারা সামাজিকভাবে হেয় করতে বিরূপ মন্তব্য করছে। তিনি বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এটি দুঃখজনক। যিনি করেছেন, তিনি কুরুচিসম্পন্ন মানসিকতার মানুষ। পুলিশকে বলা হয়েছে, তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, তিনি অভিযোগ পেয়েছেন। এসআই আজহার হোসেনকে প্রযুক্তিগত উপায়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ক্লাবে জরুরি সভা হয়েছে। মালেককে কারণ দর্শানোর নোটিশ ও তিন সদস্যের তদন্ত কমিটি করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও খবর