শ্রীপুরে মেয়রের ভাইয়ের দাপটে রাস্তার সর্বনাশ!
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তা কেটে কারখানার ড্রেন করা হয়েছে।
এতে সৃষ্ট কাদা ও গর্তে পৌর এলাকার মাধখলা পূর্বপাড়াবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকায় পৌর মেয়র আনিছুর রহমানের বাড়ি। সেখানে নাসা হাইটেক স্টাইল কারখানার নির্মাণ কাজ চলছে। মেয়রের বাড়ির সামনের রাস্তা ইটের সলিং।
গত মাসে রাস্তার মাঝ দিয়ে প্রায় ৫০০ মিটার কেটে কারখানার ড্রেন করা হয়েছে। ড্রেনে পাইপ বসানো হলেও রাস্তা আর সংস্কার করা হয়নি।
এখন অল্প বৃষ্টিতেই লাল মাটি কর্দমাক্ত হচ্ছে। চলাচল করতে পারছে না যানবাহন। একমাত্র রাস্তাটি দিয়ে হেঁটে চলাও দায় জনসাধারণের।
এলাকাবাসী আলোকিত নিউজকে জানান, মেয়রের বড় ভাই খলিলুর রহমান কারখানার ঠিকাদারি করেছেন। তিনি মানুষের ভোগান্তিকে পাত্তা দিচ্ছেন না। মেয়রও নীরব ভূমিকা পালন করছেন।
এ ব্যাপারে মেয়র আনিছুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ওয়ার্ড কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল আলোকিত নিউজকে বলেন, অনুমতি না নিয়েই রাস্তা কাটা হয়েছে। তিনি মেয়রকে বিষয়টি জানিয়েছেন।
জানতে চাইলে ঠিকাদার খলিলুর রহমান ‘আপনার অসুবিধা হইল কী’ বলে সংযোগ কেটে দেন।