গাজীপুরের ২২ নং ওয়ার্ডের ‘ভাঙাচোরা রাস্তা’ সংস্কারের দাবি
সাইফুল ইসলাম : গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ উপলক্ষে মুক্ত চেতনা সংঘের উদ্যোগে বাংলাবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
এতে পল্লী চিকিৎসক সুমন চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও রোহান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা শ্রাবণ হাওলাদার, সাংস্কৃতিক সংগঠক অচিন্ত বর্মণ, কাউন্সিলর প্রার্থী মোর্শেদা বেগম, প্রার্থী লিটন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাবাজার থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা রাস্তার অবস্থা খুব খারাপ। বৃষ্টি হলে পায়ে হেঁটে চলাও কষ্টকর।
লিটন হোসেন বলেন, সিটি করপোরেশন ২২ নং ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ট্যাক্স পায়। এখানকার প্রধান রাস্তা ভাল না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, অন্য রাস্তাগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অটোরিকশা উল্টে অনেকে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন :