গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু দেখাতে চায় ইসি
আলোকিত প্রতিবেদক : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করে দেখাতে চাই, ইসি গণতান্ত্রিক পথেই আছে।
তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষতা ও জিরো টলারেন্স মেনে চলা হবে। আচরণবিধি লঙ্ঘন করে কেউ নির্বাচিত হয়ে যাবেন-এটি ভাববেন না।
মাহবুব তালুকদার আরও বলেন, কালো টাকা ও পেশিশক্তি-এই দুটি থেকে পরিত্রাণ না পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার বিকেলে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, বিভাগীয় কমিশনার কে এম আলী আজম, পুলিশের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার হারুন-অর রশীদ প্রমুখ।