শিমুলতলী-চতর সড়ক : কাউন্সিলরের দুর্নীতিতে দুর্ভোগ

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শিমুলতলী-চতর সড়ক মেরামত কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর অ্যাডভোকেট আঞ্জুমানারা ঠিকাদার সেজে কাজটি করেছেন।

সরেজমিনে দেখা যায়, মহানগরীর ২৪ নং ওয়ার্ডের শিমুলতলী-চতর সড়ক খুব গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন।

শিমুলতলী থেকে চতর বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। খানাখন্দে বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ বাড়ছে।

এরই মধ্যে সড়কটির মেরামত কাজে কোটি টাকা বরাদ্দ দেয় সিটি করপোরেশন। পরে ঠিকাদারের কাছ থেকে কাজ কিনে নেন কাউন্সিলর আঞ্জুমানারা।

তিনি সমরাস্ত্র কারখানার কবরস্থান এলাকা থেকে স্কুলগেট পর্যন্ত ফাঁকে ফাঁকে আধা কিলোমিটার অংশের কাজ করেছেন। তাতেও কারচুপি হওয়ায় ইটের সলিং দেবে যাচ্ছে।

স্থানীয়রা আলোকিত নিউজকে জানান, কাউন্সিলর নামমাত্র কাজ করেই বিল তুলে নিচ্ছেন। এ ঘটনায় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলও ফেসবুকে প্রশ্ন তুলেছেন।

একাধিক চালক বলেন, সড়ক ভাঙা থাকায় মাঝে-মধ্যে অটো ও রিকশা উল্টে যায়। ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে কাদা হয়।

জানতে চাইলে কাউন্সিলর আঞ্জুমানারা আলোকিত নিউজকে বলেন, নির্বাচনের সময় কি এসব কথা বলার সময়? আমাকে একটু শান্তিতে কাজ করতে দেন।

আরও খবর