শ্রীপুরে অপহরণের ৩ মাস পর স্কুলছাত্র উদ্ধার
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে অপহরণের প্রায় তিন মাস পর এক স্কুলছাত্র উদ্ধার হয়েছে।
কাওরাইদ রেলস্টেশনে সোমবার মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেস থেকে তাকে কে বা কারা নামিয়ে রেখে যায়।
উদ্ধার মারুফ হোসেন (১০) বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ও কাওরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
তার বোন পাপিয়া আক্তার জানান, মা মারা যাওয়ার পর মারুফ অপর বোন জুয়েনা আক্তারের বাড়িতে থেকে পড়ালেখা করে। জুয়েনার স্বামী বেলদিয়া গ্রামের ওমান প্রবাসী তোফায়েল হোসেন।
মারুফ গত ১ এপ্রিল বিকেলে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মারুফ জানায়, সে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার সময় প্রাইভেটকার থেকে দুজন লোক পানি আনতে বলেন। পানি আনার পর তাকে চোখ বেঁধে গাড়িতে তোলা হয়। এরপর সে আর কিছু বলতে পারে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মারুফকে অতি মাত্রায় ঘুমের ওষুধ-জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল। এখন তার অবস্থা ভাল।