গাজীপুরে সাড়ে ৪৬ শতাংশ ভোট কেন্দ্রে অনিয়ম
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাড়ে ৪৬ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এ চিত্র তুলে ধরে।
ইডব্লিউজি জানায়, তারা কেন্দ্রগুলোতে ১৫৯টি অনিয়মের ঘটনা পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে আছে জোর করে ব্যালটে সিল মারা, ভোটের সংখ্যা বাড়িয়ে লেখা, কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচার চালানো ও ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তিদের অবস্থান।
৩২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে পাঁচজন ভোটারকে মেয়র প্রার্থীর ব্যালট পেপার দেওয়া হয়নি। বিএনপির এজেন্টদেরও বের করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা একজন মেয়র প্রার্থীর সরবরাহ করা খাবার গ্রহণ করেন।
সংস্থাটি আরও জানায়, তারা ৮৮টি কেন্দ্রে ভোট গণনা পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে ২১টি কেন্দ্রে এজেন্টরা ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে আপত্তি জানিয়েছেন। দুটি কেন্দ্রে একজন মেয়র প্রার্থীর পক্ষে ভোটের সংখ্যা বাড়িয়ে লেখা হয়।