শ্রীপুরে অবৈধ সিসা ও ব্যাটারি কারখানা বন্ধের দাবি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে অবৈধ সিসা ও ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বৃহস্পতিবার উত্তর পেলাইদ চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।

এলাকাবাসী অভিযোগ করেন, সিসা ও ব্যাটারি কারখানার কারণে গবাদি পশুর মড়ক, আবাদি জমি নষ্ট ও বাসিন্দাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

কারখানাগুলোর কোন অনুমোদন নেই। তারা থানা পুলিশের সাথে যোগসাজশ করে উৎপাদন চালিয়ে যাচ্ছে।

শিক্ষক খলিলুর রহমান জানান, বিদ্যালয়ে পাঠদানে সমস্যা হচ্ছে। শিশুরা ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হওয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

কেওয়া গ্রামের সিদ্দিকুর রহমান জানান, গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির আশপাশের জমিতে এখন আর ফসল হয় না।

উত্তর পেলাইদে গিয়ে দেখা যায়, কারখানাগুলোর কোন সাইনবোর্ড নেই। ভাড়া জমিতে গর্ত করে আগুন দিয়ে পুরনো ব্যাটারি পোড়ানো হচ্ছে।

বিধবা হোসনেয়ারা জানান, গত চার মাস আগে কারখানার আশপাশে ঘাস খেতে গিয়ে তার তিনটি গরু মারা গেছে।

তেলিহাটি ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার বলেন, নিষেধ করার পরও কারখানার মালিকরা রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা সংগ্রহ করছে। এদের উচ্ছেদ করা দরকার।

জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। এগুলো আমরা ভেঙে ফেলব।

আরও খবর