রংচটা গাড়ি ফিটনেস সার্টিফিকেট পায় কীভাবে?

আলোকিত প্রতিবেদক : দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। যদি দুর্নীতি দমন বা প্রতিরোধ করা যায়, তবেই মানুষ সব ধরনের সেবা হয়রানিমুক্তভাবে পাবে।

তিনি বলেন, কেউ আমাদের আইন মানাবে, সে জন্য অপেক্ষা করে থাকব, সেটা হতে পারে না। কারণ আইন না মানাই দুর্নীতি।

ইকবাল মাহমুদ বলেন, বিআরটিএ যদি দুর্নীতিমুক্ত হত, তাহলে কীভাবে রংচটা ও হেডলাইটবিহীন গাড়ি ফিটনেস সার্টিফিকেট পায়?

তিনি আরও বলেন, আমরা বিআরটিএর কার্যক্রম দেখছি। তারা যদি বেআইনি কিছু করে, কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে গুরুত্ব দেবে।

বুধবার দুর্নীতি দমন কমিশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় চেয়ারম্যান এসব কথা বলেন।

আরও খবর