শ্রীপুরে দুই পরিবারে ডাকাতি : টাকা-স্বর্ণালংকার লুট

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে এক রাতে দুই পরিবারে ডাকাতি হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ফরিদপুর গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতরা এ সময় প্রায় তিন লাখ টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

গ্রামবাসী ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

ধৃত আল-আমিন (৩৫) হবিগঞ্জ জেলা সদরের রামপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

এর আগে গত ৩ আগস্ট রাতে চন্নাপাড়া গ্রামের ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের বাড়িতে ডাকাতি হয়।

বাবুল মিয়া জানান, রাত তিনটার দিকে ছয়জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে। তারা অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আড়াই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে।

চিৎকার শুনে ভাড়াটিয়া সাজু সরদার দরজা খুললে ডাকাতরা তাদেরকেও হাত-পা বেঁধে ২৩ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে।

ডাকাত আল-আমিন জানান, বাবুলের বাড়ির রাজমিস্ত্রি মান্নান ও জামাল তাকে খবর দিয়ে নিয়ে আসেন।

একই রাতে কেওয়া গ্রামের শরীফুল ইসলামের বাড়িতে ও বৈরাগীরচালার আনোয়ার হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই মহসীন জানান, ডাকাতির ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর