বঙ্গবন্ধু স্যাটেলাইটে সাফ ফুটবলের সম্প্রচার

আলোকিত প্রতিবেদক : দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সাফ ফুটবল সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে।

এ উপলক্ষে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর তা বিটিভিতে প্রচার করা হবে।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালিনিয়া স্পেস এখনো দুটি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এর একটি গাজীপুরে ও অপরটি রাঙামাটিতে।

৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ১২তম সাফ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও খবর