গাজীপুরের বাউপাড়া বিটে বনভূমি দখল চলছেই

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অবাধে বনভূমি দখল ও গজারি গাছ কাটার ঘটনা ঘটছে।

জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটে দীর্ঘদিন ধরে এসব চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ফাউন্ডেশন বাড়ি : নান্দুয়াইন এলাকার চুতুরিয়া পাড়ায় দুই গন্ডা জমিতে তিন তলা ফাউন্ডেশনের বাড়ি নির্মাণ করা হচ্ছে। জমিটি বনের নামে গেজেটভুক্ত। স্থানীয় মিজানুর রহমান ঢাকার একজনের কাছে তা বিক্রি করেন।

এলাকাবাসী জানান, মিজান ঠিকাদারির দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছেন। নিচ তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। বিট অফিসও তিনি ম্যানেজ করেছেন।

এ ব্যাপারে মিজানের কাছে জানতে চাইলে তিনি নিউজ না করে তার সাথে দেখা করার অনুরোধ করেন।

ফাউন্ডেশনের শুরুতে ঘটনাটি বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামকে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি।

বন উজাড় : গজারিয়া পাড়ার মর্দপাড়ায় গ্রীন গোল্ড কোল্ড স্টোরেজ অবস্থিত। কারখানাটি প্রায় আধা বিঘা বনভূমি দখল করে ভারী যানবাহন চলাচলের রাস্তা করেছে। এরই মধ্যে গাছ কেটে সম্প্রসারণ করা হয় প্রস্থ।

কারখানার দক্ষিণ অংশে গুলিস্তা বোর্ডমিল। মিল ঘেঁষে পূর্ব পাশে গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে ২০টি গাছের মোথা লক্ষ্য করা গেছে।

গাছ কেটে বন উজাড়

ঘটনাটি নিয়ে আলোকিত নিউজ ডটকমে গত ৯ ও ২০ মে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকনের প্রত্যক্ষ নীরবতায় রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম ‘যত পারে লিখুক’ বলে দাপট দেখাচ্ছেন।

ইনডেক্সের দখল : গজারিয়া পাড়ার ব্র্যাক সিডিএমের দক্ষিণ পাশে ইনডেক্স গ্রুপের বাসভবন। দোতলা ভবনটির সিঁড়ি ও সীমানা প্রাচীর চার শতাংশ বনভূমি দখল করে নির্মাণ করা হচ্ছে। ঘটনাটি জেনেও কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন।

আরও খবর