শ্রীপুরের সিআরসি টেক্সটাইলে শ্রমিক নির্যাতন

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরের পশ্চিম ভাংনাহাটি এলাকার সিআরসি টেক্সটাইল মিলসে শ্রমিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

কারখানার রিং অপারেটর মমতাজ উদ্দিন, মুন্নী, ফয়সাল ও সাবিনা আক্তারসহ কয়েকজন শ্রমিক সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

শনিবার দুপুরে কারাখানার গেটে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে কর্তৃপক্ষ আটক শ্রমিকদের ছেড়ে দিয়ে কাজে যোগদান করান।

শ্রমিকরা জানান, তাদেরকে সরকারি বিভিন্ন দিবসসহ পাওনা ছুটি দেওয়া হয় না। শুক্রবার সকাল থেকে ২৫-৩০ জন শ্রমিককে কারখানার আবাসিক ভবনে আটকে নির্যাতন করা হয়।

তারা আরও জানান, কারখানায় পাঁচ মিনিট দেরিতে প্রবেশ করলে ওই দিনের হাজিরাসহ বোনাস দেওয়া হয় না। সময়মত বেতন না দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়।

স্থানীয়রা জানান, কারখানাটির অনেক শ্রমিকের বয়স ১৮ বছরের নিচে। তাদেরকে কম বেতনে নিয়োগ দিয়ে অধিক কাজ করানো হচ্ছে।

কারখানার ম্যানেজার আরিফুল ইসলাম দাবি করেন, শ্রমিকদের অভিযোগ সঠিক নয়। শারীরিক গঠনে ১৮ বছরের ওপরে হওয়ায় তাদের ভাই-বোনদের চাকরি দিয়ে সহযোগিতা করা হয়।

জেলা শিল্প পুলিশের এসআই মোহাম্মদ ইউসুফ বলেন, শ্রমিকদের অভিযোগ সঠিক। কর্তৃপক্ষ তাদেরকে আটকে রেখে জোরপূর্বক কাজ করায়।

আরও খবর