মেয়র শ্রীপুর ফেরায় দুর্নীতিমুক্ত পৌরসভার দাবি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : ইন্দোনেশিয়া সফর শেষে গাজীপুরের শ্রীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সোমবার সকালে অফিস করেছেন।
একই দিন দুর্নীতি ও দুর্নীতিবাজমুক্ত পৌরসভার দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়েছে।
নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হয়।
এতে অংশগ্রহণকারীরা ‘রাস্তা নাই ভোট চাই, পৌরবাসী উন্নয়ন বঞ্চিত কেন জবাব চাই, লুটপাট বন্ধ কর’ ইত্যাদি লেখা সংবলিত ফেস্টুন প্রদশন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হিমু, বর্তমান সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, পৌরসভায় একটি দালাল চক্রের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। হালকা যানবাহন থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে মেয়র আনিছুর রহমান বলেন, যার উদ্যোগে মানববন্ধনটি হয়েছে, সে সুস্থ লোক কি না, তা যাচাই করা দরকার। তারা কোন স্রোতের, তা-ও দেখতে হবে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলায় মেয়রের বদলি হাজিরা দিতে গিয়ে কারাগারে যান আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লা।