শ্রীপুরের তামিশনা ফ্যাশনে অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার তামিশনা ফ্যাশন ওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, পিস রেট কম, আট ঘণ্টার বদলে অতিরিক্ত কর্মঘণ্টা, অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকলে বেতন থেকে ৬০০ টাকা কর্তন ও নিয়ম না মেনে শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ।

অপারেটর তরিকুল, রোজিনা ও মাহফুজা জানান, কারখানার পিএম ফারুক হোসেন ও এপিএম মিজানুর রহমান নারী শ্রমিকদের সাথে অশালীন আচরণ করেন। এসবের প্রতিবাদ করায় বুধবার ৫০ জনকে ছাঁটাই করা হয়েছে।

জানতে চাইলে কারখানার ডিজিএম তোফাজ্জল হোসেন শ্রমিকদের অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেন।

শিল্প পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হেড অফিসের কর্মকর্তারা এসে পিস রেট বাড়ানোর আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও খবর