রাস্তায় নেমে সম্পাদক পরিষদের ৭ দফা

আলোকিত প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত নয়টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে সম্পাদক পরিষদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এ কর্মসূচি পালন করেন।

এতে পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাত দফা দাবি তুলে ধরেন।

তিনি বলেন, মন্ত্রীরা বলছেন, আলোচনা বন্ধ হয়নি। কিন্তু আলোচনার নামে যেন প্রহসন না হয়।

দাবিগুলো হল :

১. সংবাদপত্রের স্বাধীনতা ও বাক-স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ নয়টি ধারা অবশ্যই সংশোধন করতে হবে।

২. এসব সংশোধনী বর্তমান সংসদের শেষ অধিবেশনেই আনতে হবে।

৩. পুলিশ বা অন্য কোন সংস্থার মাধ্যমে কোন সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষেত্রে শুধু নির্দিষ্ট বিষয়বস্তু আটকে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। তবে কম্পিউটার ব্যবস্থা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না।

৪. কোন সংবাদমাধ্যমের কম্পিউটার ব্যবস্থা আটকে দেওয়া বা জব্দ করার ক্ষেত্রে অবশ্যই আদালতের আগাম নির্দেশ নিতে হবে।

৫. সংবাদমাধ্যমের পেশাজীবীদের কোন অবস্থাতেই পরোয়ানা ছাড়া ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া আটক বা গ্রেফতার করা যাবে না।

৬. সংবাদমাধ্যমের পেশাজীবীর দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রে মামলা দায়েরের গ্রহণযোগ্যতা আছে কি না, প্রাথমিক তদন্ত প্রেস কাউন্সিলের মাধ্যমে করতে হবে।

৭. এই সরকারের পাস করা তথ্য অধিকার আইন দ্ব্যর্থহীনভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের ওপর প্রাধান্য দিতে হবে।

আরও খবর