কাপাসিয়ায় মুক্তিযোদ্ধাদের সেবায় ‘ওয়ান স্টপ সেন্টার’
শামসুল হুদা লিটন : গাজীপুরের কাপাসিয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে উপজেলার যে কোন সরকারি অফিস থেকে মুক্তিযোদ্ধাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা হবে।
সোমবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।
উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় তথ্য অধিকার, মাদক ও বাল্যবিয়ের ওপরও আলোচনা হয়।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হান, প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সহ-সভাপতি সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, নূরুল আমীন সিকদার, জাকির হোসেন কামাল, মজিবুর রহমান, আসাদুজ্জামান সাদ, আকরাম হোসেন রিপন, সাইদুল ইসলাম রনি প্রমুখ।
ইউএনও জানান, মুক্তিযোদ্ধাদের কষ্ট লাঘবের জন্য তার অফিসের দোতলায় ওই সেন্টারের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে মুক্তিযোদ্ধারা কোন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন।
এ দিন বিকেলে তিনি মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে সার্ভিস সেন্টারের বিষয়টি অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, আবুল হোসেন প্রমুখ।