দেশের মালিকানা পুনরুদ্ধারে আন্দোলন : ড. কামাল

আলোকিত প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, একটি স্বাধীন দেশের মালিক জনগণ। সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদে তা উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আজ দেশের মানুষ মালিকানা থেকে বঞ্চিত। ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।

ড. কামাল বলেন, দেশের মালিকানা পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিগুলো জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে হবে।

বুধবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সংবিধান প্রণেতা এসব কথা বলেন।

এতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

আরও খবর