গাজীপুরে মোতালেব হত্যাকাণ্ড : ফাইজুলসহ আসামি ৮

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

ফাইজুলকে এক নম্বর আসামি করে আটজনের বিরুদ্ধে মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করা হয়।

ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, নিহতের বাবা মোফাজ্জল হোসেন এজাহারে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার বিষয় উল্লেখ করেছেন।

তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আশা করি, শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে।

এর আগে সোমবার সকালে নগরীর ছোট দেওড়া এলাকায় মোতালেবকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

আসামি জহির তাকে মোবাইলে বাড়ি থেকে ডেকে মজিবুর মেম্বারের পুকুর পাড়ে নিয়ে যান।

চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মোফাজ্জলকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, মোতালেব গত শনিবার সন্ধ্যায় স্বপন লস্করের ভোড়া এলাকার বাড়িতে হামলা চালান। পরে তার বিরুদ্ধে মামলা হয়।

স্বপন লস্করের ছোট ভাই রিপন লস্করের বিরুদ্ধেও সম্প্রতি এলাকার বাদলের বাসায় ডাকাতির অভিযোগ রয়েছে।

আরও খবর