কাপাসিয়ায় জামানের অবৈধ ৩ ইটভাটা বন্ধের আবেদন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় জামান বেপারীর অবৈধ তিনটি ইটভাটা বন্ধের আবেদন করা হয়েছে।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গণি গত ২৫ অক্টোবর জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন।

এতে আলোকিত নিউজ ডটকম ও দৈনিক অন্যদিগন্তে প্রকাশিত সচিত্র প্রতিবেদনের ফটোকপিও সংযুক্ত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা তিনটি চলছে এক যুগ ধরে।

সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, উপজেলার তরগাঁও দক্ষিণপাড়া এলাকায় ইটভাটা তিনটি অবস্থিত। এতে প্রায় ৯০ বিঘা কৃষি জমি বিনষ্ট হয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুযায়ী, বছরে একাধিকবার কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসী অভিযোগ করেন, জামান বেপারী জমি ভাড়া নিয়ে ইটভাটাগুলো করেছেন। সেখানকার জমিতে বছরে অন্তত দুইবার ফসল ফলে। ভাটার কারণে চাষে বিরূপ প্রভাব পড়ছে।

জামান বেপারী ইটভাটা স্থাপনের সময় কৃষকদের বিঘাপ্রতি ২০ হাজার টাকা করে দিতেন। স্ট্যাম্পে লিখিত চুক্তি হলেও এখন টাকা না দিয়ে ঘোরানো হচ্ছে।

এ ছাড়া কয়েকজনের জমি জবর দখলও করা হয়েছে। মাটি ও বালু ফেলে কারও জমি ভরাট করা হচ্ছে। আবার কারও জমি থেকে গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে।

এম এ গণি আলোকিত নিউজকে বলেন, ভাটাগুলোর কারণে কৃষি জমি বিনষ্ট এবং পরিবেশ-প্রতিবেশের ক্ষতি হচ্ছে। প্রতিবাদ করলে দুর্ব্যবহার ও হুমকি দেওয়া হয়।

আরও খবর