কাশিমপুরে ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিল জনতা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানা গুঁড়িয়ে দিয়েছে জনতা।
বৃহস্পতিবার বিকেলে সরপাইতলী এলাকার বিক্ষুব্ধ লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেয়।
তারা জানান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম জঙ্গলের ভেতরে ওই কারখানা গড়ে তুলেন। সেখানে পুরনো ব্যাটারি চুল্লিতে পুড়িয়ে সিসা সংগ্রহ করা হত।
এর বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগ ছড়িয়ে পড়ে। মারা যায় অর্ধশতাধিক গরু ও ছাগল।
ঘটনাটি নিয়ে ক্ষতিগ্রস্তরা জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
পরে গোয়েন্দা শাখার সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন সরকার পরিদর্শনে যাওয়ার আগেই কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।