পল্টন সংঘর্ষে গ্রেফতার রবিনের বাড়ি কাপাসিয়ায়

আলোকিত প্রতিবেদক : নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আশরাফুল ইসলাম রবিনের (৩৫) বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

তিনি উপজেলার খিরাটি গ্রামের প্রধান বাড়ির মৃত মহিজ উদ্দিনের ছেলে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ছয়জন ছাত্রদলের নেতা-কর্মী।

তিনি বলেন, হোসেন আলী কালো শার্ট পরে গাড়িতে ওঠে লাফালাফি করছিলেন। আর রবিন গাড়িতে প্রথম আঘাত করেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, রবিন এলাকায় নানা অপরাধে জড়িত থাকায় লোকজন তাকে পিটিয়ে তাড়িয়ে দেন।

এদিকে ডিবির এসআই কামরুল ইসলামের আবেদনে গ্রেফতারকৃতদের পাঁচ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস।

আরও খবর