কাপাসিয়ায় নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপিত
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
পরে শহীদ বেদিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দল ও প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শনী হয়।
‘মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল কাপাসিয়া’ শীর্ষক সংবাদ ও ‘রক্তঋণ’ নামে দেয়াল পত্রিকা প্রকাশ করে প্রেসক্লাব।
প্রীতি ফুটবল ম্যাচ ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ।