টঙ্গীতে সবজির ট্রাকে ৮২২ ফেনসিডিল : গ্রেফতার ৭

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে মাদক ব্যবসায়ী চক্রের প্রধানসহ সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নগরীর টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর স্টেশন রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় ৮২২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের ট্রাকসহ ৯৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুরের কালকিনির কালাই সরদারের চর এলাকার ইমরান (৩০), গাইবান্ধার পলাশবাড়ির মুরালিপুর এলাকার মনির (৩৫), রাজশাহীর মতিহারের ভাসমারি এলাকার চালক এজাজুল (৫৫), চর শ্যামপুরের হেলপার পিয়ারুল (৩৫), নোয়াখালীর চাটখিলের দক্ষিণ বদলকোর্টের সজিব (২৬), শরীয়তপুরের জাজিরার ছাব্বিশপাড়া এলাকার দবির (৩৩) ও ঢাকার জোয়ার সাহারা এলাকার সুমন (৩৭)।

র‌্যাব-১ জানায়, সোমবার রাতে সবজিবাহী ট্রাকটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মধ্যরাতে ওই এলাকায় ফেনসিডিলের চালান হস্তান্তরের সময় সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ইমরান মোটরসাইকেলের মেকানিক। গাজীপুরার তারগাছ এলাকায় তার গ্যারেজ রয়েছে।

তিনি ইতিপূর্বেও চালানসহ গ্রেফতার হয়েছিলেন। দুই মাস পর জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন।

আরও খবর