কাপাসিয়ায় বিএনপির ৬৪ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ২২

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুর্গাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।

এজাহারে দাবি করা হয়, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাশেরা গ্রামের মার্কেট সংলগ্ন সড়কে ১০-১২ জন দুষ্কৃতিকারী হামলা চালায়। এ সময় ককটেল ফাটিয়ে নৌকায় আগুন দেওয়া হয়।

এদিকে রাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও শ্রমিক দলের ২২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, খিরাটির মুকুল, তরগাঁওয়ের ইব্রাহিম, চরখামেরের নজরুল, নবীপুরের জামাল, মাটিকাটার হালিম মাঝি, রাউৎকোনার চাঁন মিয়া, আড়ালিয়ার খোকা, ডুমদিয়ার হাসান, সোহাগপুরের হাদিউল, কাশেরার বাচ্চু, মৈশনের অনি, সরসপুরের হৃদয়, মাসুদ বেপারী, কাজাহাজির নজরুল মোড়ল, মৈশাধামনার ফরিদ, সারফুদ্দিন মোড়ল, মাসুদ, বানার হাওলার রিপন, ভিটিপাড়ার ফাইজ উদ্দিন, তরুনের নূরুল ইসলাম ও পেওরাটের আরজু।

গ্রেফতারকৃতদের নতুন ও পুরনো মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর