গাজীপুরে শ্রমিক কলোনির ১৮৩ ঘর পুড়ে ছাই

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির ১৮৩টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে নগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, প্রথমে আনোয়ারা বেগমের মালিকানাধীন কলোনির একটি ঘরে আগুন লাগে। পরে তা আলী দেওয়ান ও আমজাদ হোসেনসহ সাতজনের কলোনিতে ছড়িয়ে পড়ে।

এতে কলোনিগুলোর ১৮৩টি টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।

ইপিজেডের স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর