গাজীপুরে স্কুলছাত্র নিফাত হত্যাকাণ্ড : গ্রেফতার ৫
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে মেধাবী স্কুলছাত্র নিফাত হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন নেত্রকোনার দুর্গাপুরের নোয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (২৬), তার স্ত্রী তানজিনা (১৮), মা রোজিনা বেগম (৪৫), আলী আহমেদের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও কবিরুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম (২৫)।
নিহত ইফতিয়াক হোসেন নিফাত (১১) নগরীর ২২ নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের হযরত আলীর ছেলে।
গত বুধবার দুপুরে তাকে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে গলাটিপে হত্যা করা হয়।
শুক্রবার র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রফিকুল গত ১০ বছর ধরে বাহাদুরপুরে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরির আড়ালে অপহরণকারী চক্র গড়ে তুলেন।
পলাতক আসামি হারুনসহ তারা শিশুটিকে তিন মাস আগে অপহরণের পরিকল্পনা করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।