ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনকারী সেই এসআই মাসুদ বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এসআই মাসুদ শিকদার। টাকা না দেওয়ায় তাকে নির্যাতনও করা হয়।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাসুদকে প্রত্যাহারের পর শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত ৯ জানুয়ারি রাতের ওই ঘটনার পর ১৩ জানুয়ারি গোলাম রাব্বীকে নির্যাতনকারী এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিকে চিঠি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
চিঠিতে গভর্নর বলেন, ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী পুলিশি হয়রানির শিকার হয়েছেন। নিজের পরিচয়পত্র দেখানোর পরও নির্যাতনের শিকার হওয়া দুঃখজনক। এ ঘটনার পর শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাই নয়, দেশের কোন মানুষই যেন পুলিশের নির্যাতনের শিকার না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি অনুরোধ জানান।