কাপাসিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা সম্মাননা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ইকুরিয়া এলাকায় আলোর ছোঁয়া সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা ইসমত আরা।

বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু সায়েম, অস্ট্রিয়া প্রবাসী বিপ্লব সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গণি, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আবদুল আলীম।

শহীদুল্লাহ সিকদার তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমি গর্বিত বোধ করছি। সমবায়ের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, কাপাসিয়া বনাম ধানমন্ডি স্কয়ারের খেলাটি অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য ছিল। এ ধরনের বিনোদনমূলক খেলার গুরুত্ব রয়েছে।

আরও খবর