গাজীপুরে বিএনপির ২১ নেতা-কর্মী কারাগারে
শামসুল হুদা লিটন, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া থানার মামলায় বিএনপির ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার হাজিরা দিতে গেলে বিচারক জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, সোহাগ বেপারী, জামান বেপারী, ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, ফরিদ শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।
গত ১১ সেপ্টেম্বর ভোরে ঘাগটিয়া চালাবাজার এলাকার ব্রিজের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা দেখিয়ে মামলা করে পুলিশ।
এতে ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়।
বিএনপি দাবি করছে, গায়েবি মামলায় নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। পুলিশ চার্জশিটে ওই ২১ জনের নাম ঢুকিয়েছে।